DVC Releasing Water: আজ সকালেও ড্যাম থেকে বিপুল জল ছেড়েছে ডিভিসি! বন্যা-পরিস্থিতি কি আরও খারাপ হল?

গোটা দক্ষিণবঙ্গ যেন জলের তলায়। স্বয়ং মুখ্যমন্ত্রী দুর্গাপুরে অশান্ত ড্যামের উত্তাল জলরাশির দিকে তাকিয়ে প্রণাম করেন, যেন, প্রকৃতিকে শান্ত হতে মিনতি করছেন। এমনিতেই আকাশ থেকে অঝোরে জল ঝরছে। এর উপর রয়েছে বাঁধগুলি থেকে ছাড়া বিপুল জলরাশি। 


আজ সকালের দিকে, সকাল ৮টা নাগাদ দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়ার পরিমাণ এরকম: ‘এলএমবিসি’ বা ‘লেফ্ট ব্যাংক মেইন ক্যানাল’ থেকে ছাড়া হয়েছে ৬০০ কিউসেক জল। ‘আরএমবিসি’ বা ‘রাইট ব্যাংক মেইন ক্যানাল’ থেকে ছাড়া হয়েছে ২০০ কিউসেক জল। নদী থেকে ৩৬৫৫০ কিউসেক জল। 

আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ: দুর্গাপুর ব্যারাজের ‘এলএমবিসি’ থেকে ছাড়া হয়েছে ৬০০ কিউসেক জল। দুর্গাপুর ব্যারাজের ‘আরএমবিসি’ থেকে ছাড়া হয়েছে ২০০ কিউসেক জল। নদী থেকে ৪০৭৫০।

কিন্তু বরাবরই আমরা সবাই জানি, রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। হাওড়া হুগলি মেদিনীপুরের মানুষগুলির দুর্দশা চোখে দেখা যায় না। পুজোর আগে তাঁদের ঘর-সংসার ভেসে গিয়েছে।

Leave a Comment